জন্ম ১৯৫৭ সালে ভারতের ত্রিপুরায়। আদিবাসীদের ভাষা ‘ককবরক’-এ লিখেছেন এবং কবিতার পাঁচটি বই প্রকাশ করেছেন। ‘সমসাময়িক ত্রিপুরায় জনজীবনের যন্ত্রণা’ তাঁর কবিতার মূল প্রতিপাদ্য। ত্রিপুরার পাহাড়, খরস্রোতা নদী ও পাখির গানের সুর তিনি কবিতায় প্রতিস্থাপন করেছেন। ‘ককবরক’ সাহিত্য বিকাশে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে সাহিত্য একাডেমি-নয়াদিল্লি থেকে ভাষাসম্মান পুরস্কার অর্জন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ‘ককবরক’ ভাষায় স্বরলিপি তৈরি করেছিলেন কবি চন্দ্রকান্ত মুড়াসিং। এ ছাড়া ১৯৯৭ সালে তিনি ‘ককবরক’ সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা করেন। কবি ২৭ মার্চ, ২০২৪ সালে প্রয়াত হয়েছেন।