ব্ল্যাকের গাড়ী তীব্র ছুটে যায়।
রাত দুপুরে কুকুরের চিৎকার দুর্বোধ্য
আকাশ ভরা নক্ষত্র, নিদ্রাহীন চাঁদ
সব মিলে এই রাত ভীষণ উপভোগ্য।

ব্ল্যাকের গাড়ী তীব্র গতিতে ছুটে যায়
                        গাড়ীতে বসে আছে রাত
                        গাড়ীতে বসে আছে দিন;
ব্ল্যাকমেইলিং করা অবোধ সময়
কুকুরের সাথে চিৎকার করে অর্থহীন।

পাথুরে

জন্মভূমি
যখন সন্তানের প্রতি বিরূপ
লাফিং ক্লাবে বেড়ে ওঠে শব্দের
                         মাখামাখি।

পাথর যখন ঝর্ণায় দেখেনা নিজের রূপ
আঁচড়ে কবিতা লেখে
                           পশুপাখি।

৫ বর্ষ. ৭ সংখ্যা. ফাল্গুন ১৪১০. ফেব্রুয়ারি ২০০৪

০টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল ও মোবাইল নম্বর প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো অবশ্যই পুরণ করতে হবে।