শর্ত ও নিয়মাবলী

কবিতা ও কথা কাগজ

কবিতাপত্র শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পূর্ণাঙ্গ কাগজ। কবিতাপত্রে গদ্য, কবিতা, গল্প, উপন্যাস, সমালোচনা, বইপত্র, অনুবাদ, শিল্পকলা ও সংস্কৃতি চিন্তার নানা বিষয়ে লেখা প্রকাশিত হয়। কবিতাপত্রে প্রকাশিত লেখা নিয়ে প্রতিবছর একটি ছাপা কাগজ প্রকাশিত হয়।

কবিতাপত্রে যা প্রকাশিত হয়

প্রধানত অপ্রকাশিত লেখা প্রকাশিত হয়। সামাজিক মাধ্যম, ফেসবুক, ব্লগ, ব্যক্তিগত ওয়েব কিংবা অন্য কোনো সাময়িকী বা পত্রিকায় প্রকাশিত লেখা প্রকাশিত হয় না। লেখকের নাম দেখে নয়, মানসম্মত লেখা প্রকাশিত। আমাদের কাছে পাঠানো সব ধরনের লেখা সংশোধন, পরিমার্জনা কিংবা বিয়োজনের সকল এখতিয়ার সম্পাদকমণ্ডলী সংরক্ষণ করবেন। লেখা প্রেরণের পর দুই মাসের মধ্যে প্রকাশের জন্য নির্বাচিত হলে সম্পাদক আপনাকে জানিয়ে দেবে। পাঠানো লেখা অন্য কোথাও প্রকাশিত হলে অবশ্যই তুলে নেবেন। লেখা পাওয়ার পর সম্পাদক প্রাপ্তি স্বীকার করবেন।

কপিরাইট

কবিতাপত্রে প্রকাশিত লেখা ভবিষ্যত মুদ্রিত প্রকাশনার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। লেখা প্রকাশের পর দুই মাস কবিতাপত্র কপিরাইট সংরক্ষণ করবে। তারপর লেখক নিজ কপিরাইট ফেরত পাবেন। প্রকাশিত লেখা অন্য কোথাও প্রকাশ করলে অবশ্যই কবিতাপত্রকে ক্রেডিট লাইন দিতে হবে।

প্রকাশ করতে চায় না

কবিতাপত্র লেখকের মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে। কিন্তু কোনো প্রকার টুকলি কিংবা কপিরাইট খেলাপ করে এমন কিছু  আমরা প্রকাশ করি না। আমরা সমালোচনা পছন্দ করি। কিন্তু ব্যক্তিগত ঘৃণা, সামাজিক বিদ্বেষ বা বর্ণবাদমূলক লেখা আমরা প্রকাশ করি না।

লেখা পাঠাতে ক্লিক করুন

কবিতাপত্রে লেখা পাঠানোর জন্য অশেষ কৃতজ্ঞতা।