সদ্য উচ্চমাধ্যমিক পাশ করা একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠের আড্ডা কবিতাপত্রের আঁতুড়ঘর। আড্ডা থেকে সর্বসম্মত সিদ্ধান্তে জন্ম হয় বিনায়ক সাহিত্য সংসদ নামক সংগঠণের। বন্ধুদের লেখাপত্র নিয়ে কবি আলতাফ শেহাব(শেহাব উদ্দিন জুয়েল) এর সম্পাদনায় এবং গোমতি মেডিকেল হলের ঠিকানা ব্যবহার করে হাবিবুর রহমানের প্রকাশনায় ২০০০ সালে প্রকশিত হয় কবিতাপত্রের প্রথম সংখ্যা। পরপর তিন সংখ্যা প্রকাশিত হয় ২০০০ সাল জুড়ে, নতুন নতুন অনেক কবির লেখা যুক্ত হয় কবিতাপত্রে। প্রথম তিন সংখ্যায় শুধু কবিতাই ছাপা হয়। মুদ্রণ ও অক্ষর বিন্যাসে সমর্থণ জুগিয়েছেন অগ্রজ এ কে এম ইকবাল। প্রথম ও তৃতীয় সংখ্যার প্রচ্ছদ করেছেন বন্ধু জান্নাতুল জাকী। তৃতীয় সংখ্যা বিনামূলে ছেপে দিয়েছেন কবি সৈয়দ আহমাদ তারেকের পারিবারিক মুদ্রণ প্রতিষ্ঠান এসোসিয়েট প্রেস লিঃ।
চতুর্থ সংখ্যায় সম্পাদনায় যুক্ত হন কবি আজহার ফরহাদ(শাখের আহমাদ), নির্বাহী সম্পাদকের দায়িত্ব নেন কবি আলতাফ শেহাব। যাত্রা শুরু হয় কলেজ রোডের দাদার দোকানের আড্ডার অধ্যায়ের। চতুর্থ ও পঞ্চম সংখ্যা নতুন আঙ্গিকে বর্ধিত কলেবরে কবিতা ও কথা সাহিত্যের সমন্বয়ে প্রকাশিত হয়। সারাদেশ থেকে অনেক তরুণ কবি-সাহিত্যিক লেখালেখির মাধ্যমে যুক্ত হন কবিতাপত্রে, যাদের অনেকেই এখন স্বনামে প্রতিষ্ঠিত। চতুর্থ সংখ্যা হতে কবিতপত্র পরিবেশিত হয় ঢাকার আজিজ মার্কেট ও সারাদেশের বিভিন্ন বিখ্যাত বইয়ের দোকান থেকে।
পঞ্চম সংখ্যা প্রকাশিত হওয়ার পর কবি আজহার ফরহাদ ব্যক্তিগত ব্যস্ততার কারনে সময় দিতে অপারগতা জানান। কিন্তু কবিতাপত্র থেমে থাকেনি, প্রকাশিত হয় আলতাফ শেহাবের সম্পাদনায়। আগরতলা ও কলকাতার কবি-সাহিত্যিকদের লেখায় সমৃদ্ধ হয় কবিতাপত্র। ২০০৪ সালে প্রকাশিত হয় মুদ্রিত শেষ সংখ্যা।
নবজন্মের কথাঃ
সম্পাদক আলতাফ শেহাবেরে একক প্রচেষ্টায় প্রকাশিত হলো কবিতাপত্রের অনলাইন সংস্করণ। এই সংস্করণে ক্রমান্বয়ে প্রকাশিত হবে পূর্বে মুদ্রিত সংখ্যায় প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ লেখা। আর্কাইভে সংযুক্ত করা হবে পূর্বে প্রকাশিত সকল মুদ্রিত সংখ্যার পিডিএফ সংস্করণ। ধারাবহিকভাবে প্রকশিত হবে নতুন নতুন লেখা। বছরজুড়ে প্রকাশিত সকল নতুন লেখার সম্বনয়ে একটি ছাপা সংখ্যা প্রকাশের আশা রাখছেন সম্পাদক।